ধর্ম শালা অধর্ম তোর : কালাম আঝাদ

ধর্ম শালা অধর্ম তোর : কালাম আঝাদ

ধর্ম শালা অধর্ম তোর
করিস বাড়াবাড়ি
নামাজ পড়তে অত্যাচার আর
করিস জোরাজুরি।
ধর্ম তোকে বলেছি কি
মানুষে অন্যায়
তোর যতো পূণ্য আছে
সবই চলে যায়।
পাপ করেছিস আজ যে তুই
দিতে হবে মাশুল
শাস্তি পেলে বুঝবি তবে
ভাঙবে তোর ভুল।
ধর্ম নিয়ে মানুষে কষ্ট
দেওয়া যে অন্যায়
তুই একদিন বুঝবি সবই
তোর সবই যে হারায়।