নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা গণমিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আরফান আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
এতে বিশেষ অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল ও গোলাম ফরিদ খোকা প্রমুখ।
সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে তৃণমুলে আসতে হবে। দলকে আমি ভালবাসি, তাই এই আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে জনগণ আমাকে ৩ বারের মতো বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছেন। তাই এই দলকে গুরুত্ব দিতে হবে। দল ছাড়া নেতা হতে পারবে না। নেতা ছাড়া দল চলতে পারে। তাই দুটি খুব গুরুত্বপূর্ণ।
‘আমরা চাই প্রতিটি ইউনিয়ন কমিটি শক্তিশালী হোক, ন্যায়-নিষ্ঠার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরা কাজ করবে।’