সীতাকুণ্ডের ডিপোতে বিপুল হাইড্রোজেন পারঅক্সাইড। আগুন নিয়ন্ত্রণে ২৫ ইউনিট।

সীতাকুণ্ডের ডিপোতে বিপুল হাইড্রোজেন পারঅক্সাইড। আগুন নিয়ন্ত্রণে ২৫ ইউনিট।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; চট্টগ্রাম মহানগর : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক রয়েছে। ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

হাইড্রোজেন পারক্সাইড একটি রাসায়নিক যৌগ। এটি যদি উত্তপ্ত করা হয়, তাহলে তাপীয় বিয়োজনে হাইড্রোজেন পারক্সাইড বিস্ফোরক হিসেবে আচরণ করে।

ডিপোটিতে শনিবার (৪ জুন) রাতে আগুনের ঘটনা ঘটে। এরপর সাড়ে ১০টার দিকে বড় বিস্ফোরণের পরপর আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন রোববার (৫ জুন) দুপুরেও জ্বলছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ অন্তত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। তাতে যোগ দিয়েছে সেনাবাহিনী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত কন্টেইনার ডিপোটিতে আমদানি-রপ্তানির বিভিন্ন পণ্য রাখা হয়। 

ডিপোর শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিপোর ভেতরে ৫ শ মিটারের একটি টিনের শেড রয়েছে। এই শেডের ভেতরে হাইড্রোজেন পারক্সাইড নামে এক ধরনের কেমিক্যাল রয়েছে। এগুলো বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানির জন্য হাটহাজারীর ঠান্ডাছড়ির আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্সে উৎপাদিত হাইড্রোজেন পারক্সাইড কন্টেইনারে করে এ ডিপোতে রাখা হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান বাঙলা কাগজ ও ডনকে বলেন, কন্টেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটলো, তা এখনো জানা যায় নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।

সরেজমিন দেখা গেছে, ডিপোর ভেতরের ৫ শ মিটারের শেডের টিনের পুরো অংশ উড়ে গেছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে টিনের ভাঙা অংশ।