সজীব ওয়াজেদ জয়’র কলাম : ডিজিটাল বাংলাদেশের দিন বদলের সনদ এখন স্বপ্ন নয় বাস্তব।

সজীব ওয়াজেদ জয়’র কলাম : ডিজিটাল বাংলাদেশের দিন বদলের সনদ এখন স্বপ্ন নয় বাস্তব।
ডন : বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে দেওয়া ডিজিটাল বাংলাদেশের দিন বদলের সনদ এখন স্বপ্ন নয় বাস্তব। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন পেতে শুরু করেছে এই সেবা। ডিজিটাল সেবায় সারাদেশে কার্যকরি ভূমিকায় প্রায় ৮ হাজার ডিজিটাল সেন্টার। যেখানে তিনশরও বেশি সেবা পাচ্ছে দেশের মানুষ। আবহমান গ্রাম-বাংলার চিত্র। সকাল-সকাল কোনও শহুরে ব্যস্ততা নেই, নেই কোলাহল। নিভৃত পল্লীর বুকে সকালের সোনালী রোদ যেনো দিন বদলের গল্পই জানান দেয়। রাজশাহীর হরিয়ান পূর্বপাড়া গ্রামে দিন বদলের গল্পে যোগ হয়েছে হরিয়ান ইউনিয়ন পরিষদ। যেখানকার ডিজিটাল সেন্টার থেকে প্রায় ২০ ধরনের সেবা পান গ্রামের সাধারণ মানুষ। জন্ম-মৃত্য সনদ, জমির পর্চা এবং পাসপোর্ট ফরম পূরণ থেকে শুরু করে করোনা টিকার রেজিস্ট্রেশন পর্যন্ত সব সেবাই মিলছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে। যার ফলে এখন আর অন্ধকারে নেই গ্রামবাসীরা। >সজীব ওয়াজেদ জয়’র ফেসবুক পেজ থেকে নেওয়া।