শিক্ষক হত্যা ও লাঞ্ছনাকারীদের শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন।

শিক্ষক হত্যা ও লাঞ্ছনাকারীদের শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুলেন্দু শেখর দাস, ‍সুনামগঞ্জ : সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলের ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেওয়ার ঘৃণ্য-জঘন্য ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টায় সরকারি প্রাথমিক শিক্ষক পরিবার, সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন হয়। 

সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার খানমের সভাপতিত্বে এবং জেলা সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য দেন বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক শুভংঙ্কর তালুকদার, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রুহুল আমীন, জেলা বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছির আলম, শিক্ষক নেতা আজিজুর রহমান তহুর, জেলা সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব দাস মিঠু, সুনামগঞ্জ সদর উপজেলা সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার দেব, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাস, বাদল চন্দ্র দাস, সামছুল আলম রাসেল, রনো আচার্য্য, প্রেমানন্দ বিশ্বাস, বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি শুভেন্দু তালুকদার মান্না, আনোয়ার হোসেন, বিবেকানন্দ দাশ, আবুল কালাম আজাদ, দবির উদ্দিন, সাবিহা সুলতানা, নাজমা আক্তার নাজু, নমিতা সরকার ও আতাউর রহমান তালুকদার প্রমুখ। 

এ সময় শিক্ষক নেতারা বলেন, গত ৬ মাসে একাধিক শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। 

‘এ ছাড়া দিনদুপুরে বখাটে ছাত্র দ্বারা শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা এবং আরেক শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। পাশাপাশি শিক্ষক সুরক্ষা আইন অবশ্যই সংসদে পাস করতে হবে। অন্যথায়, আগামীতে আরও কঠোর আন্দোলনে যাবো আমরা।’