রেল পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি : কমলাপুর প্ল্যাটফর্মে রনির অবস্থান।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েও (আলটিমেটাম) কর্তৃপক্ষের কাছ থেকে কোনও আশ্বাস পান নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তাই আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
ওই ঘোষণার পর কমলাপুর রেলস্টেশনে ঢুকতে গেলে রেলওয়ে পুলিশের সঙ্গে মহিউদ্দিন ও তাঁর সঙ্গীদের ধাক্কাধাক্কি হয়েছে। পরে প্ল্যাটফর্মে প্রবেশের ফটকের সামনে অবস্থান নিয়েছেন মহিউদ্দিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
৬ দফা দাবিতে ৭ জুলাই থেকে কমলাপুর স্টেশনে টানা অবস্থান নিয়ে থাকা মহিউদ্দিন দু’দিন আগে রেল কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। এ সময়েও কোনও আশ্বাস না পেয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল পাঁচটার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের সামনে সহযোগীদের নিয়ে অবস্থান নিয়েছেন তিনি।
বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর আজ বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন মহিউদ্দিন ও তাঁর সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে কমলাপুরে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন মহিউদ্দিন। এরপর বেলা ৪টার দিকে টিএসসি থেকে হেঁটে শাহবাগে যান মহিউদ্দিন ও তাঁর সহযোগীরা। পরে শাহবাগ থেকে বাসে করে তাঁরা কমলাপুর রেলস্টেশনে পৌঁছান সাড়ে ৪টার দিকে।
রেলস্টেশনের সামনে রনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় রেল পুলিশের এক দল সদস্য সেখানে অবস্থান করছিলেন।
এ সময় মহিউদ্দিন বলেন, ‘আমার ৬ দফা দাবির শুধু একটা অভিযোগের রায় হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। কিন্তু আমি চাই স্থায়ী সমাধান, টেকসই সমাধান। প্রতিটি মানুষের জন্য সুবিচার নিশ্চিত করতে চাই। ৪৮ ঘণ্টায় রেল কর্তৃপক্ষ দাবির বিষয়ে কোনও আশ্বাস দিতে পারে নি। তাদের আর কোনও সময় দেওয়া যাচ্ছে না।’