সহজ ডটকম ও দুর্নীতিবাজ রেলকর্তাদের এক হাত নিলেন হাইকোর্ট।

সহজ ডটকম ও দুর্নীতিবাজ রেলকর্তাদের এক হাত নিলেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সহজ ডটকম এবং দুর্নীতিবাজ রেলকর্তাদের এক হাত নিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বলেছেন, এখন থেকে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ করতে হবে। আর এসব ক্ষেত্রে কোনও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

হাইকোর্ট একই বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

হাইকোর্ট বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মানুষ টিকিট কাটে; আর অন্যদিকে কালোবাজারি হয়। এ সময় রেল কর্মকর্তারা ব্যর্থতা স্বীকার করে, তাদের লোকবল সঙ্কটের অজুহাত দেন। 

তখন হাইকোর্ট বলেন, ‘এসব অজুহাত দিয়ে প্রশাসন কীভাবে চালাবেন?’

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে কিংবা অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে রেলের কর্মকর্তারা জালিয়াতি করে, এমন অভিযোগ করেছেন হাইকোর্ট। এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হলেও আদালত কঠোর হতে বাধ্য হবে বলেও জানান।