রাজবাড়ীতে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে ৮২ বোতল ফেনসিডিলসহ সাতক্ষীরা ও যশোর জেলার দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ।

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে থানা পুলিশ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দৌলতদিয়ার এগারো শরীফ দরবার শরীফের প্রবেশপথের সামনের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে কাশেম শেখ (৪০) ও মুক্তা বেগম (২৩) নামের দুইজনকে গ্রেপ্তার করে।

এ সময় ঢাকাগামী সাতক্ষীরা লাইন পরিবহন নামক বাসটি (নম্বর : ঢাকা মেট্রো-ব-১৫-৭৫৪২) এসে পৌঁছালে চেকপোস্টে থাকা পুলিশ বাসটি তল্লাশি করে যাত্রীবেশে থাকা দুইজনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুজন সাতক্ষীরা ও যশোর জেলার বাসিন্দা।

কাশেম শেখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের সোবহান শেখের ছেলে। এবং মুক্তা বেগম যশোর জেলার কোতোয়ালী থানার ফতেপুর গ্রামের ওবায়দুল ইসলামের স্ত্রী।

আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়েছে। যেখানে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারা উল্লেখ করা হয়েছে।