কমলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ 

কমলগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ 

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; রাজু দত্ত, কমলগঞ্জ : কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা শেখার এবং বার্ষিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধির সঙ্গে যৌথ পরিদর্শনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর  কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায়  সিএনআরএস, সূচনা কর্মসূচি কমলগঞ্জ (মৌলভীবাজার) -এর আয়োজনে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কিশোর-কিশোরী ক্লাবে জীবন দক্ষতা শেখার এবং বার্ষিক পুষ্টি পরিকল্পনা অনুষ্ঠিত হয়।

সিএনআরএস, সূচনা পরিচালিত ওই কর্মসূচির প্রশিক্ষণে কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। 

জোন্ডার প্রমোটর ইয়াছিন আহমেদের সভাপতিত্বে (সিএনআরএস, সূচনা কর্মসূচি, কমলগঞ্জ) গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার  নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার। 

এতে স্বাগত বক্তব্য দেন শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন্ডার প্রমোটর রুমানা আক্তার, আবৃত্তি শিক্ষক রাজু দত্ত ও রোমানা আক্তার এবং সঙ্গীত শিক্ষক মিতু পাল প্রমুখ।