ডন প্রতিবেদন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে মালদ্বীপ সরকার স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করেছে।
বাংলাদেশের ক্রীড়ার মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের বিশেষ সহযোগিতার জন্য মালদ্বীপ সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়।
মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বন্ধুরাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক প্রদত্ত রাষ্ট্রীয় এ পুরস্কার নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
এ অর্জন বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজ (গতকাল) আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই শুভদিনে পুরস্কার পেয়ে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি।’
তিনি বলেন, ‘এ স্বীকৃতি আমাকে বাংলাদেশ এবং মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরও বেশি কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।’
‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে আরও পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদি আরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান। ‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমসহ অন্যরা।
এ ছাড়া ‘স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুরেশ রায়না, শ্রীলঙ্কার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ্ ফুটবলার এডগার ডেভিডসসহ বিশ্বসেরা ক্রীড়াবিদেরা।