মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ৫

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ৫
ডন প্রতিবেদন : রাজধানির মিরপুরে একটি বাসায় গ্যাসের লাইনে ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় দগ্ধ ৩৫ বছর বয়সি রেনু বেগম বুধবার (পহেলা সেপ্টেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। যে ভবনে আগুন লেগেছিলো, তার পাশের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইয়ুব হোসেন জানান, রেনুর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিলো। এর আগে চিকিৎসাধিন অবস্থায় গত ৫ দিনে মারা গেছেন ভবন মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫), বোন রিনা বেগম (৫০) এবং পথচারি সাজ্জাদ হোসেন সুমন (৪০)। বার্ন ইনস্টিটিউটে এখনও ভর্তি রয়েছেন বাড়ির ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তার মেয়ে নওশীন (৫)। তাঁদেরমধ্যে নাজনীনের শরিরের ২৭ শতাংশ এবং শিশু নওশীনের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। গত ২৫ আগস্ট রাত ১টার দিকে মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ওই ৪ তলা ভবনের নিচতলার ৪টি কক্ষে গ্যাস সরবরাহ পাইপ থেকে আগুন লাগে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ভবনে দুইদিন ধরে গ্যাস ছিলো না। পরে মেরামত করা হয়; কিন্তু গ্যাস সংযোগ পরিক্ষা করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আশপাশের লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যান।