অনুপ্রবেশকারি এক ব্যক্তিকে ফেরত দিলো বিএসএফ

অনুপ্রবেশকারি এক ব্যক্তিকে ফেরত দিলো বিএসএফ
ডন সংবাদদাতা, আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম : ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক ব্যক্তিকে ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্তে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। অনুপ্রবেশকারি ওই ব্যক্তির নাম আতিয়ার রহমান। অনুপ্রবেশের অপরাধে তার নামে মামলা করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে আতিয়ার রহমান (৩০) রবিবার (২২ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের অন্তর্গত আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ এর কাছ থেকে বিএসএফের হাতে আটক হন। তিনি বৈধ কাগজপত্র ছাড়া ভারত গিয়েছিলেন বলে জানিয়েছে বিএসএফ। পরে একইদিন সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিএসএফ আতিয়ারকে পাথরডুবি অঞ্চলের বিজিবির নিকট হস্তান্তর করে। আর বিজিবি রাতে আতিয়ারকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে। সোমবার (২৩ আগস্ট) আতিয়ারের নামে ভূরুঙ্গামারী থানায় এ ব্যাপারে মামলা হয়। বিষয়টির ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র ব্যতীত ভারতে যাওয়া-আসার চেষ্টা করায় তার বিরুদ্ধে পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১) (ক) ধারায় মামলা হয়েছে। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন আতিয়ার রহমান নামের ওই ব্যক্তিকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি (আতিয়ার রহমান) পাথরডুবি সীমান্ত এলাকায় বিএসএফের হাতে ধরা পরে। তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।