মেরিন প্রকৌশলী হাদিসুরের মরদেহ আসতে পারে শুক্রবার।

মেরিন প্রকৌশলী হাদিসুরের মরদেহ আসতে পারে শুক্রবার।
ডন প্রতিবেদন : ‘বাংলার সমৃদ্ধি’র তৃতীয় মেরিন প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আসতে পারে শুক্রবার (১১ মার্চ)। তাঁর মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ার পথে আছে বলেই গেছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) তাঁর মরদেহ মলদোভা হয়ে রোমানিয়ায় পাঠানোর কথা রয়েছে। আর রোমানিয়া হয়ে তাঁর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। রোমানিয়া ও পোল্যান্ডের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ জাহাজটি থেকে অক্ষত অবস্থায় ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাঁদের রাখা হয় নিরাপদ বাঙ্কারে। সেখান থেকে তাঁদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়ায় নিয়ে আসা হয়। আর ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ইউক্রেন থেকে ২৮ নাবিক দেশে ফিরে আসলেও সেদিন আসে নি হাদিসুর রহমানের মরদেহ।