মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আশরাফকে স্মরণ।

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা-ভালোবাসায় সৈয়দ আশরাফকে স্মরণ।
ডন প্রতিবেদন : ‘বিউটি অব পলিটিক্স’ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবার এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদও। পরে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তখন সৈয়দ আশরাফুল ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তাঁর বোন সৈয়দা জাকিয়া নূর লিপি। শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ দেশ এবং দলের জন্য সৈয়দ আশরাফের অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতিরসঙ্গে সংলাপে কোনও কোনও রাজনৈতিক দল অংশ না নেওয়ায় সঙ্কট হবে না। ‘এ ছাড়া বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তারপর রাষ্ট্রপতি যদি ক্ষমা করে মওকুফ করেন তবেই তিনি বিদেশে যেতে পারবেন।’