ভিন্ন রূপে জুভেন্টাস : কষ্টার্জিত জয় চেলসির

ভিন্ন রূপে জুভেন্টাস : কষ্টার্জিত জয় চেলসির
ডন প্রতিবেদন : চলতি মৌসুমে এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচে দুই ড্রয়ের পাশাপাশি একটিতে হেরেছে জুভেন্টাস। ব্যতিক্রম উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শুরুটা জয়ে রাঙিয়ে নিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। চ্যাম্পিয়ন লিগে নিজেদের প্রথম ম্যাচে গতকাল (মঙ্গলবার : ১৪ সেপ্টেম্বর) রাতে এলিদা স্তাদিওনে সুইডিশ ক্লাব মালমোকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। অপর ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। মালমোকেই পাত্তা দেয় নি জুভেন্টাস। ম্যাচজুড়ে তাঁদের করা আক্রমণে দিশেহারা ছিলো স্বাগতিক রক্ষণ। ২০১৬-১৭ মৌসুমের রানারআপদের হয়ে একবার করে জালের দেখা পেয়েছেন অ্যালেক্স সান্দ্রো, পাবলো দিবারা এবং আলভারো মোরাতা। তিন পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে জুভেন্টাস। এদিকে নিজেদের মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারে নি চেলসি। বিরতির পর জেনিতের ওপর আক্রমণের চাপ বাড়িয়ে দেয় তাঁরা। ফলও পায় হাতেনাতে। ৬৯ মিনিটে আসপিলিকুয়েতার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। বাকি সময় অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারে নি অল ব্লুজরা। জুভেন্টাসের সমান ৩ পয়েন্ট পেলেও ‘এইচ’ গ্রুপের দুই নম্বরে আছে চেলসি। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামি ৩০ সেপ্টেম্বর জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে পশ্চিম লন্ডনের দলটি।