বিশ্বশান্তি কামনায় শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

বিশ্বশান্তি কামনায় শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বিশ্বশান্তি কামনায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় মোনাজাত শুরু হয়। ৩০ মিনিট স্থায়ী বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাত পরিচালনা করেছেন তাবলিগ জামাতের দিল্লির শীর্ষ মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।

শীত উপেক্ষা করেই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় আগের রাত থেকেই। অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌছাতে ব্যর্থ হন।

বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে কিংবা যানবাহনেই! তবুও তাঁদের কোনও আক্ষেপ নেই। আখেরি মোনাজাতে যে কোনোভাবে অংশ নিতে পেরেই তাঁরা খুশি।

আখেরি মোনাজাতে মুসল্লিরা বিশ্ব, দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানিয়েছেন। জানিয়েছেন পাপ থেকে মুক্তির মিনতি।

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়।