বাবা নৌকা প্রতীক না পাওয়ায় ফেসবুক লাইভে এসে দলীয় অফিস ভাঙচুর!

বাবা নৌকা প্রতীক না পাওয়ায় ফেসবুক লাইভে এসে দলীয় অফিস ভাঙচুর!
ডন প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাবা নৌকার মনোনয়ন না পাওয়ায় ফেসবুক লাইভে এসে দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন তাঁর ছেলে। বুধবার (২৪ নভম্বর) সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটে। দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পাওয়ায় তাঁর ছেলে ছাত্রলীগ নেতা মোহাম্মদ বাইজিদ ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান। এ সময় ভাঙচুরের ঘটনা ফেসবুক লাইভে প্রচার করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। এ নিয়ে এলাকায় দলের নেতাকর্মীদেরমধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী বাংলা কাগজ এবং ডনকে বলেন, দুলালপুর ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে অন্যজনের নাম ঘোষণা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন মনিরুল ইসলামের ছেলে বাইজিদ। তিনি দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও বাইজিদের বক্তব্য জানা যায় নি। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী বাংলা কাগজ এবং ডনকে বলেন, ‘আমি অসুস্থ, এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না।’ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা রুপম মজুমদার বাংলা কাগজ এবং ডনকে বলেন, ‘কেউ যদি আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে, তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা বাংলা কাগজ এবং ডনকে বলেন, এ ব্যাপারে এখনও আমরা কোনও অভিযোগ পাই নি। [video width="1080" height="1080" mp4="https://banglakagoj.net/wp-content/uploads/2021/11/Brahmanpara.mp4"][/video]