বিপুল অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

বিপুল অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; কক্সবাজার : বিপুল অস্ত্রসহ ৬ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনা এবং রংগীখালী নাফ নদী সংলগ্ন খড়ের দ্বীপে একটানা নয় ঘণ্টার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাতদের স্বীকারোক্তি মতে আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি পিস্তলের ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড গুলির খোসা, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, ডাকাতিতে ব্যবহৃত ৭ সেট পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ল্যান্ড ফোন এবং চারটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (২ জানুয়ারি) রাত থেকে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় টেকনাফ ও সেন্টমার্টিনের কোস্টগার্ডের যৌথ দল।

মঙ্গলবার দুপুরে কেরুনতলী কার্যালয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের একটি দল নাফ নদীর মোহনায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ট্রলারকে ধাওয়া করলে ট্রলারটি নাফ নদীর ভেতরে রংগীখালী এলাকায় বিচ্ছিন্ন খড়ের দ্বীপে ঢুকে পড়ে। তখন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের আরেকটি টহল দল তাদের সঙ্গে যোগ দেয়। পরে কোস্টগার্ডের যৌথ টহল দল ওই দ্বীপে রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের ছয়জনকে গ্রেপ্তার করে। তারা সকলেই রোহিঙ্গা এবং টেকনাফ ও উখিয়ায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উখিয়া উপজেলার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের ইব্রাহিম (২৪), একই ক্যাম্পের আরিফ (৩৩), মাহমদুর রহমান (১৮), বালুখালী ক্যাম্পের নবী হোসেন (২৮), হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্পের আমিন (৩৩) এবং একই ক্যাম্পের কানিজ (২৪)।

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, মূলত এ দ্বীপটি টেকনাফ থেকে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলো। দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের টেকনাফ-সেন্টমার্টিনের দুটি টিম যৌথভাবে দীর্ঘ ৯ ঘণ্টার শ্বাসরুদ্ধর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ছয়জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।