রাজশাহীতে ১ হাজার পিস ইয়াবার সঙ্গে ১ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২ জন।

রাজশাহীতে ১ হাজার পিস ইয়াবার সঙ্গে ১ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২ জন।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহী পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার সময় ১ হাজার পিস ইয়াবার সঙ্গে ১ রোহিঙ্গাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো : কক্সবাজার উখিয়া থানাধীন কুতুপালংয়ে (রোহিঙ্গা ক্যাম্প) বসবাসরত মো. বকসুর ছেলে মো. হাবিবুল্লাহ, রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ।

র‌্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদের বসত বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

অপর ১ জন কৌশলে রাতের আঁধারে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুল্লাহ রোহিঙ্গা বলে স্বীকার করেছে। বিভিন্ন সময় কক্সবাজার থেকে সে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছে। 

রাজু আহম্মেদ ও হাবিবুল্লাহ পরস্পর ব্যবসার উদ্দেশে ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজারের উখিয়া থেকে সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় এনে বিক্রয় করছিলো। 

ওই বিক্রয়ে ৩ নম্বর আসামিরও যোগসাজশ ছিলো। 

আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) সারণী ১০ (ক) / ৪১ ধারায় মামলা রুজু হয়েছে।