আরসার টর্চার সেলের প্রধানসহ গ্রেপ্তার ২ : আগ্নেয়াস্ত্র জব্দ

আরসার টর্চার সেলের প্রধানসহ গ্রেপ্তার ২ : আগ্নেয়াস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; কক্সবাজার : কক্সবাজারের উখিয়া থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ডিজিএফআই’র কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার ওলামা বডি ও টর্চার সেলের প্রধান ওসমান ওরফে সালমান মুরব্বী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৫ এর মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবু সালাম চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে ওসমান ওরফে সালমান মুরব্বীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া জামে মসজিদ সংলগ্ন পাহাড়ে আরসার গোপন টর্চার সেলের সন্ধান পায় র‍্যাব। সেখান থেকে টর্চার সেলের সদস্য মো. ইউনুছকে (২৪) গ্রেপ্তার করা হয়।

এ সময় টর্চার সেল থেকে ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি একনলা বন্দুক, ২টি এলজি, ৫ রাউন্ড ১২ বোর কার্তুজ এবং টর্চার সেলের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ওসমান ওরফে সালমান মুরব্বী থাইংখালী শরণার্থী ক্যাম্পের ব্লক ডি/৪ এর মৃত নুরুজ্জামানের ছেলে। পাশাপাশি আরসা সদস্য ইউনুছ কুতুপালং ক্যাম্পের ব্লক-৫ এর সৈয়দ হোসেনের ছেলে।

চলতি বছর আরসার ৭৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।