ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারসহ এস আলমের ব্যাংক হিসাব তলব

ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারসহ এস আলমের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তাঁর পরিবারের সদস্য এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের তফসিলভুক্ত ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে সাইফুল আলম মাসুদ ছাড়াও তাঁর স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তলবকৃত ব্যাংক হিসাবের মধ্যে তাঁদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা হিসাবও রয়েছে। এ ছাড়া তাঁদের প্রত্যেকের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে এনবিআর।

এনবিআর কর্মকর্তারা জানান, আয়কর আইন-২০২৩-এর ধারা ২০০-এর প্রদত্ত ক্ষমতাবলে করদাতার নামে অথবা যৌথ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর তাঁদের আয়কর নথির সঙ্গে সম্পদের তথ্য যাচাই-বাছাই করা হবে।

প্রসঙ্গত, আশির দশকে সীমিত পরিসরে ট্রেডিং ব্যবসার মধ্য দিয়ে করপোরেট জগতে হাতেখড়ি হয় সাইফুল আলমের। পরবর্তী সময়ে তিনি এস আলম হিসেবেই বেশি পরিচিতি পান। এক পর্যায়ে তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এস আলম গ্রুপ। গত দেড় দশকে ব্যাপক মাত্রায় উত্থান ঘটেছে এস আলম গ্রুপের। এ সময়ে দেশের ভোগ্যপণ্যের বাজারের নিয়ন্ত্রকদের একজন হয়ে ওঠে এস আলম। আবার ব্যাংক খাতেও বিস্তৃত হয় তাঁর আধিপত্য। গত এক দশকে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ সাতটি বেসরকারি ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতেও আধিপত্য রয়েছে গ্রুপটির।

বর্তমানে এস আলম গ্রুপের অধীনে রয়েছে অর্ধশতাধিক কোম্পানি। ভোজ্যতেল, গম, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের একচেটিয়া ব্যবসা রয়েছে গ্রুপটির। আবার ইস্পাত, সিমেন্ট, শিপিং, পরিবহন, পর্যটন, রিয়েল এস্টেট, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে এস আলমের। গ্রুপটির তথ্য অনুযায়ী, বর্তমানে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে দেড় লাখের বেশি কর্মী নিয়োজিত রয়েছে।