পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় আয় ৮২ লাখ টাকা।

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় আয় ৮২ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এ সময় গাড়ি চলাচল করেছে ১৫ হাজার ২ শটি। রোববার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বাঙলা কাগজ ও ডনকে এ তথ্য জানান।

তিনি বলেন, পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি থেকে টোল আদায় করা হয় ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি থেকে আদায় করা হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৫ শ টাকা।

প্রকৌশলী আবুল হোসেন আরও জানান, সকাল থেকে যেসব গাড়ি চলাচল করেছে, তার ৬০ শতাংশই মোটরসাইকেল। সে তুলনায় বড় যানবাহন কিছুটা কম। তবে মোটরসাইকেলের টোল কম।

রোববার (২৬ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতু পার হয়ে ঢাকায় আসতে ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেতে দীর্ঘদিন যে অসহনীয় দুর্ভোগ ও কষ্ট ছিলো, তা লাঘব হয়েছে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়- সেটিই জানিয়েছেন সাধারণ মানুষ।