পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু।

পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। আজ রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টায় তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন : মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ওই দুই যুবককে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়েছিলো। পরে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের বাড়ি দোহার থানা এলাকায় বলেই জানা গেছে।

এর আগে এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন।

সুমন দেব জানিয়েছেন, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে ওই দুর্ঘটনা ঘটে।