পদ্মা সেতুতে একসঙ্গে জ্বললো সবগুলো সড়কবাতি।

পদ্মা সেতুতে একসঙ্গে জ্বললো সবগুলো সড়কবাতি।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মুন্সীগঞ্জ ও শরীয়তপুর : নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত স্বপ্নের পদ্মা সেতুর সকল সড়কবাতিই জ্বললো এবার। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় দিকে মাওয়া ও জাজিরা প্রান্তে একসঙ্গে জ্বলে উঠে ৪১৫টি সড়কবাতি। ফলে পুরো পদ্মা সেতু আলোয় আলোকিত হয়ে উঠেছে। ফলে রাতের আঁধার দূর করে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুই এখন বিদ্যুতের আলোয় আলোকিত।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বাঙলা কাগজ ও ডনকে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম ৪১৫টি ল্যাম্পপোস্টে একযোগে বাতি জ্বালানো হয়েছে। এর আগে, পরীক্ষামূলকভাবে জেনারেটরের মাধ্যমে কিছু কিছু করে সেতুর আলো জ্বালানো হয়েছিলো।

জানা গেছে, পদ্মা সেতুর বুকে ৪১৫টি সড়কবাতি ছাড়াও দুইপাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২ শটি বাতি। 

গেলো বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিলো। আর চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও বাতি লাগানোর কাজ শেষ হয়। 

গত ৪ জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বাতি জ্বালানো হয়। 

ওইদিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছিলো। এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে সেতুর সবকটি বাতি জ্বালানো হয়। তবে সবগুলো একসঙ্গে আর জ্বালানো হয় নি।

সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সড়কবাতি ছাড়াও বর্তমানে সেতুর শেষ পর্যায়ের অন্যান্য কাজের মধ্যে রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেটের কাজ চলমান রয়েছে। 

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন করতে যাচ্ছেন। পরদিন থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু।