পদ্মা সেতু দেরিতে উদ্বোধনের কারণ জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

পদ্মা সেতু দেরিতে উদ্বোধনের কারণ জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে পদ্মা সেতুর বেশকিছু যন্ত্রপাতি আসতে দেরি হওয়ার কারণে এ বছরের শেষ নাগাদ পদ্মা সেতুর উদ্বোধনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার শিডিউল রয়েছে ডিসেম্বর পর্যন্ত। আমরা আগামী জুনের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছি। তবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পদ্মা সেতুর বেশকিছু যন্ত্রপাতি আসতে দেরি হচ্ছে, এ কারণেই আরও কিছু সময় লাগতে পারে। এমন বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের শেষ নাগাদ পদ্মা সেতুর উদ্বোধনের কথা জানিয়েছেন। এর আগে গত ৩০ মার্চ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, সরকার আগামী ৩০ জুন পদ্মা সেতু খুলে দেবে।