বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার।

বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাঁকে আটকের পর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় ইশরাক হোসেনকে মতিঝিল থানা কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। ইশরাক হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ফারুক হোসেন বাঙলা কাগজ ও ডনকে বলেন, মতিঝিল থানায় দারেরকৃত নাশকতার মামলায় (গাড়ি পোড়ানো, ভাঙচুর ও অগ্নিসংযোগ) মামলায় ইশারককে গ্রেপ্তার করা হয়েছে। মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনামুল হক মিঠু বাঙলা কাগজ ও ডনকে জানান, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। এই মামলায় ওয়ারেন্ট থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মতিঝিল এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সময় ইশরাককে আটক করা হয়। ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এ ছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্যও তিনি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন তিনি। ইশরাক হোসেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।