পাকিস্তানে জঙ্গি আস্তানায় হামলা চালানোর দাবি ইরানের

পাকিস্তানে জঙ্গি আস্তানায় হামলা চালানোর দাবি ইরানের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : পাকিস্তানে আচমকাই মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে হামলা চালিয়েছে ইরান। হামলায় দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করে পাকিস্তানে কেনো হামলা চালালো তেহরান? সম্প্রতি কয়েকদিন ধরে ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের দাবি, ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে ‘বিনা উসকানিতে’ আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান তার দেশে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে। হামলাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদও জানিয়েছে তারা।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। গোষ্ঠীটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ইরানে কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। সাম্প্রতিক বছরগুলোয় ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।