ডন প্রতিবেদন : বুলাওয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে আজ বুধবার (১০ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে ফাহিমা খাতুনের দল।
২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১৯ সালের নভেম্বরে।
৫০ ওভারের এ ম্যাচে জিম্বাবুয়েকে অর্ধেক ওভার ব্যাটিংও করতে দেয়নি বাংলাদেশ নারী দল। দুই স্পিনার সালমা খাতুন ও নাহিদা আক্তার ও পেসার জাহানারা আলমের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে নারী দল।
২৩.২ ওভারে মাত্র ৪৮ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। ৫.২ ওভারে ২ রানে ৩ উইকেট নাহিদার। ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের হয়ে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড এখন নাহিদার।
৭ ওভারে ৬ রানে ৩ উইকেট নেন সালমা খাতুন। ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের হয়ে এটি তৃতীয় কিপটে বোলিংয়ের নজির। নিজের ওভারসংখ্যার চেয়ে কম রান দেওয়ার নজির এ পর্যন্ত তিনবার গড়তে পেরেছেন বাংলাদেশ নারী দলের বোলাররা। আজকের ম্যাচেই এমন দুটি নজির দেখা গেল।
এর আগে ২০১৬ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম এমন কীর্তি গড়েন পেসার পান্না ঘোষ। ১৮ রানে ৩ উইকেট জাহানারার।
জিম্বাবুয়ে নারী দলের ব্যাটারদের মধ্যে শুধু একজন দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। সাতে নামা প্রেশাস মারানজে ৩০ বলে ১৭ রান করেন। তিনি ছাড়া বাকিদের সংগ্রহ যেনো মুঠোফোনের নম্বর! ক্রমানুযায়ী সাজালে এমন—০, ০, ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭।
এই রান তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা খেলেছে মাত্র ১০.৪ ওভার। যদিও ৫ ওভারের মধ্যে দুই ওপেনার মুর্শিদা খাতুন (৭) ও শারমিন আক্তারকে (৮) হারিয়ে খানিকটা বিপদের আঁচ পায় বাংলাদেশ। ফারজানা হক (১১*) ও রুমানা আহমেদের (১৬*) জুটিতে ২৩৬ বল হাতে রেখে জয় তুলে নেয় মেয়েরা।