পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটিরপাত্র স্থাপন।

পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটিরপাত্র স্থাপন।
ডন প্রতিবেদক, ইমদাদুল হক,পাইকগাছা : পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে গাছে মাটিরপাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসিম। তাই বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয়ম গড়ে তোলার লক্ষ্যে পাখির বাসার জন্য বনবিবি এ কার্যক্রম করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ শনিবার (১৯ মার্চ) সকালে বনবিবির উদ্যোগে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য মাটিরপাত্র স্থাপন করা হয়। মাটিরমাত্র স্থাপনের সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পরিবেশকর্মী কওসার আলী গাজী, সুশান্ত বিশ্বাস, রোজি সিদ্দিকী, অভিজিৎ রায়, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, হাজিরা খাতুন এবং কার্ত্তিক মন্ডল প্রমুখ।