সিনহা হত্যা মামলা : জেরার নামে সময়ক্ষেপণের অভিযোগ

ডন প্রতিবেদক, কক্সবাজার : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষিদের জেরার নামে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, মূলত একটি স্বার্থান্বেষি মহলের শেখানো কথা বলার জন্য বিভিন্ন লোকজনকে সাক্ষি হিসেবে নিয়ে আসা হচ্ছে। আলোচিত হত্যা মামলাটির দ্বিতীয় দফার তৃতীয়দিন মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার আদালতে সাক্ষ্য দিয়েছেন ৮ নম্বর সাক্ষি হাফেজ মো. আমিন। সাক্ষ্যদানের দিক থেকে তিনি পঞ্চম। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে খুন হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার সময় হাফেজ মো. আমিন পাশের একটি মসজিদ কাম মাদরাসার ছাদে ছিলেন। মসজিদ থেকে তল্লাশিচৌকির দূরত্ব ৩০-৪০ কদম বলে উল্লেখ করেন সাক্ষি হাফেজ। তিনি ওই মসজিদের ইমাম ছিলেন। মামলাসংশ্লিষ্ট একাধিক আইনজীবী জানান, সাক্ষ্য প্রদানের সময় হাফেজ আমিন আদালতে বলেছেন, সেদিন রাতে তল্লাশিচৌকির পাশে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সিনহা মাটিতে (সড়কে) পড়ে ছটফট করছিলেন। প্রাণ বাঁচানোর জন্য পানির জন্য আকুতি জানাচ্ছিলেন। লিয়াকত আলী সিনহার দিকে গিয়ে বুকে লাথি মারেন কয়েকবার। পা দিয়ে মাথাও চেপে ধরেন। এর কিছুক্ষণ পর টেকনাফের দিক থেকে সাদা মাইক্রোবাস নিয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রদীপ কুমার দাশ (টেকনাফ থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা)। তখনো সিনহা জিবিত ছিলেন এবং ‘পানি পানি’ করছিলেন। ওসি প্রদীপ তখন লাথি মারেন এবং পা দিয়ে গলা চেপে ধরে সিনহার মৃত্যু নিশ্চিত করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাফেজ মো. আমিনের সাক্ষ্য গ্রহণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলমের নেতৃত্বে তিনজন আইনজীবী। এরপর আসামিপক্ষের অন্তত ১৩ আইনজীবী তাঁকে জেরা করেন। সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় ছিলেন ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জন আসামি। আদালত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। আইনজীবীরা জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয় আদালতের বিচারকার্য। সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে হাজির করা হয় তিনজন সাক্ষি- হাফেজ মো. আমিন, মো. শওকত হোসেন ও মো. সাইফুলকে। শুরুতে সাক্ষ্য দেন হাফেজ মো. আমিন। সাক্ষ্যগ্রহণ শেষ করে দুপুরে শুরু হয় আসামিপক্ষের আইনজীবীদের জেরা। বেলা দুইটায় এক ঘণ্টার বিরতি দিয়ে তিনটায় শুরু হয় আবার জেরা। বিকেল পাঁচটা পর্যন্ত আসামিপক্ষের অন্তত ১৩ জন আইনজীবী হাফেজ মো. আমিনকে জেরা করেন। এরপর বিচারকার্য মুলতবি করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) পুনরায় সাক্ষ্য গ্রহণ চলবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম বলেন, আজ মঙ্গলবারও (৭ সেপ্টেম্বর) একজন মাত্র সাক্ষির জবানবন্দি গ্রহণ ও আসামিপক্ষের আইনজীবীদের জেরা সম্পন্ন হয়েছে। আসামিপক্ষের অন্তত ১৩ জন আইনজীবী জেরার নামে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। এতে বিচাকাজে দির্ঘসূত্রতা হচ্ছে। গত ২৩ আগস্ট থেকে শুরু হওয়া দুই দফার ৬ দিনে মাত্র পাঁচজন সাক্ষির জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। এই মামলার মোট সাক্ষি ৮৩ জন। আদালত সূত্রের তথ্য অনুযায়ি, জেরার সময় প্রদীপ কুমার দাশের আইনজীবী রানাদাশ গুপ্ত হাফেজ মো. আমিনকে মিয়ানমারের অনুপ্রবেশকারি রোহিঙ্গা বলে দাবি করেন। হাফেজ আমিন তা সত্য নয় দাবি করে বলেন, তিনি টেকনাফের স্থায়ি বাসিন্দা। একই সময় রানাদাশ গুপ্ত জেলা কারাগারের অভ্যন্তরে আসামি ওসি প্রদীপ কুমার দাশকে সুযোগ-সুবিধা (ডিভিশন) দেওয়া হচ্ছে না জানিয়ে আদালতে আরেকটি নালিশি আবেদন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিকেল সাড়ে পাঁচটায় আদালত প্রাঙ্গণে আইনজীবী রানাদাশ গুপ্ত সাংবাদিকদের বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শি হিসেবে আজকে (মঙ্গলবার) হাফেজ মো. আমিন নামে যাঁকে সাক্ষ্য দিতে আনা হয়েছে, তিনি মিয়ানমারের অনুপ্রবেশকারি রোহিঙ্গা। তিনি যে মসজিদের ইমাম বলে দাবি করছেন, তা-ও সত্য নয়। জেরার সময় ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারির নামও বলতে পারেন নি এই সাক্ষি। মূলত একটি স্বার্থান্বেষি মহল শেখানো কথা বলার জন্য বিভিন্ন লোকজনকে নিয়ে আসছে। এ প্রসঙ্গে বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, সাক্ষিদের অপ্রাসঙ্গিক বিষয়ে জেরা করে মূলত আসামিপক্ষের আইনজীবীরা সময়ক্ষেপণ করছেন। সাক্ষিদেরমধ্যে কে সিএনজিচালক, কে মসজিদের ইমাম, তার প্রমাণ নিতেই ব্যস্ত তাঁরা। আইনজীবীরা জানান, গত সোমবার (৬ সেপ্টেম্বর) আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার ৯ নম্বর সাক্ষি মো. কামাল হোসেন। আগেরদিন রবিবার (৫ সেপ্টেম্বর) সাক্ষ্য দিয়েছেন মামলার ৩ নম্বর সাক্ষি মোহাম্মদ আলী। দুজনের বাড়ি টেকনাফের শামলাপুর ও মীনাবাজার এলাকায়। এর আগে প্রথম দফায় তিনদিনে (২৩-২৫ আগস্ট) আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদি ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এবং ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শি ও ২ নম্বর সাক্ষি সাহেদুল ইসলাম সিফাত। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অবসর) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার ৫ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ৪টি মামলা তদন্তের দায়িত্ব পায় র‍্যাব। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার খাইরুল ইসলাম।