কবে খুলছে কোন বিশ্ববিদ্যালয়

কবে খুলছে কোন বিশ্ববিদ্যালয়
ডন প্রতিবেদন : দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক খুলতে শুরু করছে। করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে শিক্ষার্থীদের ঢোকা এরইমধ্যে শুরু হয়ে গেছে, সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার ঘোষণাও আসছে। প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এক বৈঠকে ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। আর শিগগিরই দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলছে-খুলেছে যেগুলো : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো মঙ্গলবারই (৫ অক্টোবর) খুলেছে। ১৬ অক্টোবর থেকে স্বাভাবিক ক্লাস নেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ১১ অক্টোবর খুলে দেওয়া হচ্ছে। ২১ অক্টোবর থেকে শুরু হবে শ্রেণিকক্ষে ক্লাস, তবে অনলাইনে ক্লাসও চলবে। শিগগিরই খোলার কথা রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাওয়া একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়টি খোলার তারিখ চূড়ান্ত করা হবে বলেই জানিয়েছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার মাধ্যমে খুলছে। পরীক্ষার পর শুরু হবে ক্লাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৮ অক্টোবর। শ্রেণিকক্ষে ক্লাস কবে শুরু হবে, তা জানানো হয় নি এখনও। আগামি ১৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হল খোলার পর ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস নেওয়া হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল আগামি ২৮ অক্টোবর খুলে দেওয়া হবে। ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে ১ অক্টোবর। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর হল খুলে দেওয়া হয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে ১৮ অক্টোবর। এর আগে অগ্রাধিকারভিত্তিতে হল খুলবে ১৫ অক্টোবর। জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২০ সেপ্টেম্বর থেকে সরাসরি পরীক্ষা শুরু হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খুলেছে ৪ অক্টোবর। আর ২১ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে ক্লাস শুরুর কথা রয়েছে। আর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলেছে ৩০ সেপ্টেম্বর। আগামি ১৮ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের হল আগামি ২২ অক্টোবর খুলবে। সশরীরে ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আর করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নেগেটিভ ফলাফলের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের হলে থাকতে দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় নিয়ে আন্দোলনে তা স্থগিত হয়ে যায়। পরীক্ষা শুরুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয় নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সোহরাব আলী। ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে ২৫ অক্টোবর। ৭ অক্টোবর ঢাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়-বুটেক্সের আবাসিক হল খুলে দেওয়া হবে। ১৭ অক্টোবর থেকে ব্যবহারিক ক্লাস সশরীরে নেওয়া হবে। আর অনলাইনে তাত্ত্বিক ক্লাস চলবে। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ৭ অক্টোবর হল খুলে দেওয়া হবে। আর অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে ২০ অক্টোবর থেকে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে ২৫ অক্টোবর। এদিন থেকেই বিভিন্ন বিভাগে সশরীরে ক্লাস শুরু হবে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) খোলার তারিখ নির্ধারণ হয় নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভায় তাঁরা সিদ্ধান্ত নেবেন কবে বিশ্ববিদ্যালয়টি খুলবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা শহিদুল ইসলাম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত না হলেও শিগগিরই খোলার কথা রয়েছে বলে জানা গেছে।