নগরকান্দায় পুকুর খননের সময় মিললো কষ্টিপাথরের বিশাল বিষ্ণুমূর্তি।

নগরকান্দায় পুকুর খননের সময় মিললো কষ্টিপাথরের বিশাল বিষ্ণুমূর্তি।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের জহুর মিয়ার পুকুর খননের সময় পাওয়া গেছে বিশাল বিষ্ণুমূর্তি।

জহুর মিয়া তাঁর পুকুরের খননকাজ শুরু করার পর আজ রোববার (৫ জুন) এ মূর্তি পান। 

জানা গেছে, ভেকু গাড়ি দিয়ে মাটি কাটার সময়ই ওই বিশাল আকারের বিষ্ণুমূর্তিটি মাটির সঙ্গে উঠে আসে। 

এবং তিনি বাড়িতে এনেই পুলিশকে মূর্তি পাওয়ার বিষয় জানান।

খবর পেয়ে নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার সমিনুর রহমান, নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ও সিরাজুল ঘটনাস্থল পরিদর্শন করে বিষ্ণুমূর্তিটি থানায় নিয়ে যান। 

পুকুরে বিশাল আকারের বিষ্ণুমূর্তি পাওয়ার খবর শুনে আশপাশের এলাকার শত শত লোকজন ছুটে আসেন এক নজর দেখার জন্য।

ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম বাঙলা কাগজ ও ডনকে বলেন, পুকুর খননকালে মূর্তি পাওয়া গেছে। খবর পেয়ে, ঘটনাস্থলে আসি এবং পুলিশকে জানাই। পুলিশ এসে থানায় বিষ্ণুমূর্তিটি নিয়ে গেছে।

নগরকান্দা সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার সমিনুর রহমান বাঙলা কাগজ ও ডনকে বলেন, পুকুর খননকালে মূর্তি পাওয়া গেছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে যাই, এবং মূর্তিটি থানায় নিয়ে আসি।