ডন সংবাদদাতা, অহিদুল ইসলাম, নওগাঁ : ‘আপনারা যদি মনে করেন, আমার সহযোগিতা প্রয়োজন, তাহলে আপনারা সরাসরি আমার অফিসে আসবেন। আপনাদের জন্য আমার অফিসের দরজা সব সময় খোলা। আর আমাকে কখনোই স্যার বলতে হবে না।’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি চত্বরে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। জনগণের বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।
‘আপনারা (জনগণ) সচেতন হলে, সমাজ থেকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহাদেবপুর-বদলগাছী সার্কেলের (অতিরিক্ত) পুলিশ সুপার এ টি এম মাইনুল, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদসহ ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র ও চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র।
ওপেন হাউজ ডের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজনসহ চেরাগপুর ও ভীমপুর ইউনিয়নের কয়েক শ লোক উপস্থিত ছিলেন।