ধুনটে ‘ব্যাপক’ লোডশেডিং। ফোন ধরছেন না পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!

ধুনটে ‘ব্যাপক’ লোডশেডিং। ফোন ধরছেন না পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; হেলাল উদ্দিন সরকার, ধুনট (বগুড়া) : বগুড়া জেলার ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের ‘অব্যবস্থাপনায়’ চরম লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্মকর্তাও ফোন ধরছেন না বলে জানা গেছে। অভিযোগ পাওয়া গেছে, পবিত্র রমজান মাসে ‘পাল্লা দিয়ে’ নামাজ, ইফতার ও সেহেরির সময় ‘বেছে বেছে’ লোডশেডিং দেওয়া হচ্ছে। এক্ষেত্রে অভিযোগ দেওয়ার জন্য বা জানানোর জন্য উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম), সংশ্লিষ্ট প্রকৌশলী এবং অভিযোগের নম্বরে কল দিয়েও কাউকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত আজ সোমবার (৪ এপ্রিল) বিকেলে বাঙলা কাগজ ও ডনকে জানান, তিনিও লোডশেডিংয়ের ব্যাপারে চরম অতিষ্ট। বিষয়টি নিয়ে তিনি পল্লী বিদ্যুতেরসঙ্গে কথা বলবেন।