দুঃখজনক : রাঙামাটিতে শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার!

দুঃখজনক : রাঙামাটিতে শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; শহিদুল ইসলাম হৃদয়, রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে ৩৫ বছর বয়সী পাহাড়ি এক শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।

রোববার (৩ জুলাই) আটারকছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উল্টাছড়িতে নিজ বসতবাড়ি থেকে ফেনসি চাকমা নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী এলাকার দেবদাশ চাকমার মেয়ে। তিনি পেশায় পাড়া কেন্দ্রের একজন বর্গা শিক্ষিকা।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙলা কাগজ ও ডনকে বলেন, কীভাবে, কার মাধ্যমে মেয়েটি খুন হয়েছে, সেটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারি নি। পারিবারিক কলহের কারণে অথবা অন্য কোনও কারণে ফেনসি চাকমাকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

তিনি বলেন, ‘আমি শুনেছি মেয়েটির মাথায়ও আঘাত করা হয়েছে।’ 

স্থানীয়রা জানান, বিগত এক দশক আগে ফেনসি চাকমা স্বামী কর্তৃক ডিভোর্সপ্রাপ্ত হয়ে তাঁর বোনের বাড়ির অদূরে একটি বাড়ি করে বসবাস করছিলেন। পরবর্তীতে সেখানে তাঁর বোনের মেয়ের শিক্ষকতার চাকুরিটিতে তিনি নিজেই বর্গা শিক্ষকের কাজ করতেন।

স্থানীয় শিশুদেরকে প্রাইভেটও পড়াতেন তিনি। রোববার সকালে তাঁর ছাত্ররা প্রাইভেট পড়তে এসে ফেনসি চাকমাকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে লংগদু থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাঙলা কাগজ ও ডনকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।