দুঃখজনক : তামিলনাড়ুর মন্দিরে বিদ্যুতায়িত হয়ে নিহত ১১।

দুঃখজনক : তামিলনাড়ুর মন্দিরে বিদ্যুতায়িত হয়ে নিহত ১১।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৭ এপ্রিল) ভোর রাতে থানজাভুর জেলার কালিমেড়ুর অ্যাপার মাদাম মন্দিরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পুলিশ জানায়, মন্দিরে একটি রথ শোভাযাত্রা চলছিলো। লোকভর্তি মন্দিরের গাড়িটি ওভারহেড লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে যেয়ে সামান্য বাঁধার সম্মুখীন হয়। হাই-ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে এলে অনেকেই বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দুই শিশুসহ ১১ জন নিহত হন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। গাড়িটি হাই-ট্রান্সমিশন লাইন স্পর্শ করার জন্য যথেষ্ট লম্বা ছিলো না। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় নি। তবে আলংকারিক কাঠামো গাড়িটির উচ্চতা বাড়িয়েছে। ফলে বিদ্যুতের লাইনটি গাড়িটিকে স্পর্শ করে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, তারের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণ পুড়ে গেছে। তিরুচিরাপল্লীর সেন্ট্রাল জোনের পুলিশ মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান বলেছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এটির তদন্ত চলছে। জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরের সড়কে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। এ ছাড়া আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।