নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে ছেলের নামে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বৃদ্ধা মা ও দুই বোনকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছেলে ও তার বউ। এ ঘটনায় বোন বানেছা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নওপাড়া এলাকার মৃত বাবলু সাকিদারের ছেলে হযরত সাকিদার, তার স্ত্রী রোকেয়া বেগম ও ভাবি কমেলি বেগম বৃদ্ধা মায়ের কাছে বাবার রেখে যাওয়া জমি জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বৃদ্ধা মা জমি দিতে অস্বীকার করলে মারপিট শুরু করে তারা। পরে ওই নারীর দুই মেয়ে আনেছা বেগম ও বানেছা বেগম বৃদ্ধা মাকে মারপিট করতে নিষেধ করলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে মেয়ে বানেছা রাতেই গুরুদাসপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বাঙলা কাগজ ও ডনকে বলেন, অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।