টেকনাফের ইউএনও ওএসডি।

টেকনাফের ইউএনও ওএসডি।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; টেকনাফ : সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগে কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সারকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ওই কর্মকর্তাকে ওএসডি করার পাশাপাশি আদালত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে বললেও সেটাও প্রতিপালন করা হবে।

গত বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ঢাকা পোস্ট নামের একটি ওয়েব পোর্টালে ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। ওই নিউজ পোর্টালের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ প্রতিবেদনটি তৈরি করেন। এর জেরে সেদিন রাত সাড়ে ১০টায় টেকনাফের ইউএনও তাঁর সরকারি ফোন নম্বর থেকে সাইদুলকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। পরে ওই কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে শুক্রবার সমাধানের জন্য দু’পক্ষকে ডাকা হয়। সেখানে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ইউএনও।

এরপর পুরো বিষয়টি একজন আইনজীবী হাইকোর্টের নজরে আনেন। এরপর ইউএনও মোহাম্মদ কায়সার খসরুর বিরুদ্ধে কী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার আদেশ দেন।