চিংড়ী চাষী সুখেন হত্যার প্রধান আসামী আটক।

চিংড়ী চাষী সুখেন হত্যার প্রধান আসামী আটক।
ডন প্রতিবেদক, ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় সুখেন সর্দার (৫৫) হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামী প্রকাশ সর্দারকে (৩৫) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কয়রা থানার আমাদী ইউনিয়নের চক গোয়ালবাড়ী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি উপজেলার ভড়েঙ্গার চক গ্রামের মৃত জয়দেব সর্দারের ছেলে। ধরা পড়ার পর তিনি পুলিশ ও চেয়ারম্যানের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। গত ৭ মার্চ রাত ১০টার দিকে সুখেন সর্দারকে তাঁর নিজ চিংড়ী ঘেরের পাশে কুপিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক গ্রামের মৃত গোষ্ট সর্দারের ছেলে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বাঙলা কাগজ ও ডনকে বলেন, এ হত্যাকাণ্ডে প্রকাশ জড়িত, বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে পুলিশের পাশাপাশি আমরাও তাঁকে খুঁজতে থাকি। ‘এক পর্যায়ে গোপন সংবাদে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ওই স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করি।’ পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘প্রকাশ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’ ‘তাঁরসঙ্গে আরও কারা জড়িত, কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে ব্যাপারে আরও জিজ্ঞাবাদ করার আছে।’