চান্দিনায় ২৪ ডাকাতির ঘটনায় পুলিশের তদন্ত কমিটি গঠন।

চান্দিনায় ২৪ ডাকাতির ঘটনায় পুলিশের তদন্ত কমিটি গঠন।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় ১ মাসে ২৪টি ডাকাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ।

বিষয়টি খতিয়ে দেখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাসকে দায়িত্ব প্রদান করেছেন তিনি।

এমন অবস্থায় ঘটনার তদন্ত করতে রোববার (৩ জুলাই) চান্দিনায় আসেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পীযুষ চন্দ্র দাস। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন ডাকাতির ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার মহোদয় বিষয়টি খতিয়ে দেখতে আমাদের দায়িত্ব দিয়েছেন। ওনার নির্দেশে আমরা বিষয়টি তদন্ত করছি।’

প্রসঙ্গত, গত ১ সপ্তাহে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ১৪টি পরিবারে গৃহ ডাকাতি, ৩টি সড়ক ডাকাতি এবং ৭টি মহাসড়ক ডাকাতির ঘটনা ঘটেছে।