রাজবাড়ীতে ডিবির হাতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীতে ডিবির হাতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে ৬০ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলার মো. খোকন মিয়া (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা শাখার সদস্যরা মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালুখালী উপজেলায় গরিয়ানা গ্রামে অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা গ্রামের ওমর মিয়ার ছেলে। আসামির শ্বশুর বাড়ি জয়রামপুর (বারইপাড়া)।

আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।