আইজিপি : চাঁদাবাজি বন্ধে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন

আইজিপি : চাঁদাবাজি বন্ধে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মামলার সাজার হার বাড়ানোর জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একইসঙ্গে চাঁদাবাজি বন্ধ করতে তিনি পুলিশের সব ইউনিট সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। রবিবার (৩ মার্চ) পুলিশ সপ্তাহ-২০২৪’র শেষদিনের প্রথম অধিবেশনে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন।

আইজিপি সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, স্পর্শকাতর মামলার সাজা নিশ্চিত করতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ফলে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। জনআস্থা অর্জনে আন্তরিকতা ও নিষ্ঠা দেখাতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও সম্মেলন উপকমিটির সভাপতি আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন, স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা।

এদিকে মেধা ও মনন কাজে লাগিয়ে দেশ সেবায় এগিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পুলিশ সপ্তাহের সর্বশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল হাসান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে দায়িত্ব পালন করবেন।

রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি। এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) ও অনুষ্ঠান বাস্তবায়ন-সংক্রান্ত উপকমিটির সভাপতি বনজ কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।