কার্ব মার্কেটে ডলারের দাম ১১২ টাকা!

কার্ব মার্কেটে ডলারের দাম ১১২ টাকা!

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : কার্ব মার্কেট বা খোলা বাজারে দেশে টাকার বিপরীতে ডলারের দাম একদিনে রেকর্ড পরিমাণ বেড়েছে। যেখানে মঙ্গলবার (২৬ জুলাই) প্রতি ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়। যা সোমবার ছিলো ১০৪ থেকে ১০৬ টাকা। এর আগে একদিনে ডলারের দর এতো বেশি কখনোই বাড়ে নি।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং চ্যানেলে রোববার (২৪ জুলাই) প্রতি ডলারের দাম ২৫ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে দেয়। 

তবে কার্ব মার্কেট বাংলাদেশ ব্যাংকের হাতছাড়া হয়েই লেনদেন করছে।

মঙ্গলবার মতিঝিল সাউথ ইস্ট মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী মনিরুল বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘প্রতি ডলার আজ ১১২ টাকা করে বিক্রি হচ্ছে। সোমবার ১০৫ টাকা করে বিক্রি করেছিলাম।’

সংশ্লিষ্টরা জানান, বাজারে ডলারের দাম উন্মুক্ত করে দেওয়ার কথা বলার পরপরই হু হু করে দাম বাড়ছে। এ অবস্থায় অনেকেই ডলার কিনে ‘মজুদ’ করছেন বলেই অভিযোগ পাওয়া গেছে।