পলিটিক্স থেকে গণতন্ত্র এসেছে, গণতন্ত্র থেকে পলিটিক্স নয় : সিইসি।

পলিটিক্স থেকে গণতন্ত্র এসেছে, গণতন্ত্র থেকে পলিটিক্স নয় : সিইসি।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন যদি না থাকে, তা হলে রাজনীতিরই বিপদ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট করতে রাজনৈতিক দলগুলোকেও তাঁদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অষ্টম দিনে মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে এ মন্তব্য করেন সিইসি। এদিন জমিয়তে উলামায়ে ইসলাম, বিকল্পধারা ও এনপিপির সঙ্গে বৈঠক হয়। সূচি থাকলেও ইসলামী আন্দোলন অংশ নেয় নি।

জমিয়তে উলামায়ের সঙ্গে সংলাপে সিইসি বলেন, পলিটিক্স থেকে কিন্তু গণতন্ত্রের জন্ম। গণতন্ত্র থেকে পলিটিক্সের জন্ম হয় নি। অনেক আগে যখন ক্ষমতা নিয়ে..., তারপর আস্তে আস্তে উনারাই সৃষ্টি করলেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের। সেই নির্বাচন যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে, পলিটিক্স থাকবে না। এটাকে পলিটিক্সও বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না।

রাজনৈতিক দলগুলোর কাছে শুধু আস্থা নয়, কমিশনের কাজের সমালোচনা এবং নজরদারিও চান সিইসি। 

তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই প্রতিশ্রুতির কিছু মূল্য থাকা তো উচিত। একেবারে যে আমরা ডিগবাজি খেয়ে যাবো, তা তো না। সেটা হওয়ার কথা নয়। গোপনে টাকা দিয়ে ভোট কেনার যে অভিযোগ, নির্বাচনের সময় আসে, তা নিয়ন্ত্রণ করা কঠিন হলেও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

সিইসি বলেন, আপনাদের নজরদারি থাকতে হবে। আমরা কি আসলেই সাধু পুরুষ? নাকি ভেতরে ভেতরে অসাধু? নজরদারি যদি না রাখেন, তা হলে আপনাদের তরফ থেকে দায়িত্ব পালন করলেন না। অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে পাঠাবেন। অর্থশক্তি, পেশিশক্তির অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।