কারাগারের লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা পুলিশপ্রধানের

কারাগারের লুট হওয়া অস্ত্র উদ্ধারে ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা পুলিশপ্রধানের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : চলমান সহিংস ঘটনার মধ্যে নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশের মহাপরির্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন নরসিংদী কারাগার পরিদর্শনে গিয়ে বলেন, জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ২১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে ও ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধার করে দিতে পারলে প্রতিটি অস্ত্রের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন পুলিশপ্রধান।

এ সময় তিনি জানান, অপরাধীরা যাতে ছাড়া পায়, সেজন্য একটি মহল পরিকল্পিতভাবে কারাগারে হামলা চালিয়েছে। এসব অপকর্মে যারা লিপ্ত, তারা কেউ রেহাই পাবে না।

কারাগারে হামলাকে একটি নজিরবিহীন ঘটনা উল্লেখ করে পালিয়ে যাওয়া বন্দিদের স্বেচ্ছায় আত্মসমপর্ণের আহ্বান জানান পুলিশপ্রধান।