কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় রূপা জিতেছেন আফনান

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় রূপা জিতেছেন আফনান

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২০২৪ সালের 'কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায়' রৌপ্য জিতেছেন বাংলাদেশি শিক্ষার্থী আফনান হাসিন। ‘জলবায়ু সঙ্কট প্রতিরোধে ক্ষুদ্র পদক্ষেপ’ শিরোনামের প্রবন্ধ নিয়ে আফনান প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৪ সেপ্টেম্বর পুরস্কারের সনদসহ প্রতিযোগিতার আয়োজকদের নিকট থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছার ই-মেইল পেয়েছেন তিনি।

আফনান হাসিন ২০২৪ সালে শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে বরিশাল সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত।

১৮৮৩ সালে শুরু হওয়া 'কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা' বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কুল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের হাজারো কিশোর-তরুণ লেখক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত করা ও দক্ষতা বিকাশের একটি উপায়।