ডন প্রতিবেদন : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এতে সিরিজ জয়ের পাশাপাশি টাইগাররা উঠেছে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে। এতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়ানডে সুপার লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান দখল করলো টাইগারেরা। দীর্ঘদিন ধরে অবশ্য পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছিলো তামিম ইকবালের নেতৃত্বাধীন লাল-সবুজের দল।
আগামী বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। এতোদিন সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিলো ইংল্যান্ড।
এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ইংল্যান্ড জয় পেয়েছে ৯টিতে। বাংলাদেশ তাঁদের ১০ম জয়ের দেখা পেলো নিজেদের ১৪তম ম্যাচেই। প্রথম দল হিসেবে ওয়ানডে সুপার লিগে ১০টি জয় দেখালো টাইগারেরা।
এ ছাড়া প্রথম দল হিসেবে বাংলাদেশ ওয়ানডে সুপার লিগে ১০০ পয়েন্ট অর্জন করেছে। ১৫ ম্যাচে ৯ জয়ে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৯৫, যারমধ্যে আছে একটি পরিত্যাক্ত ম্যাচের ৫ পয়েন্ট। বাংলাদেশ ১০টি ম্যাচ জিতে পূর্ণ ১০০ পয়েন্ট অর্জন করেই উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
বর্তমানে তৃতীয় স্থানে আছে ভারত।
রোহিত শর্মা, বিরাট কোহলিরা ১২ ম্যাচ খেলে ৮টিতে জিতেছেন। হেরেছেন বাংলাদেশের সমান ৪টি ম্যাচে। ধীর বোলিংয়ে এক পয়েন্ট হারানোয় তাঁদের পয়েন্ট ৭৯।