এরদোগানকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা : বিশ্বনেতাদের অভিনন্দন

এরদোগানকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা : বিশ্বনেতাদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল রিসেপ তাইয়েপ এরদোগানকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফলে ইতোমধ্যেই এরদোগানকে অভিনন্দন জানানো শুরু করেছেন বিশ্বনেতারা।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা আহমেত ইয়েন জানান, এরদোগান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এরদোগানের বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করে।

সংবাদ সংস্থাটি জানায়, ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এরপর এরদোগান ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। এদিকে পরবর্তীতে এরদোগানও তাঁর বিজয় দাবি করেছেন এবং সমর্থকদের উদ্দেশে গান গেয়ে ভাষণ দিয়েছেন।

বিশ্বনেতারাও এরদোগানকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রসিডেন্টও।