কবে ইউক্রেন যুদ্ধ থামবে, ‘মোদিকে জানালেন পুতিন’।

কবে ইউক্রেন যুদ্ধ থামবে, ‘মোদিকে জানালেন পুতিন’।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটের ফাঁকে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পুতিন মোদিকে বলেছেন, তিনি শিগগির ইউক্রেন সংঘাতের অবসান চান। খবর এনডিটিভির।

গত ২৪ ফেব্রিয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন ৮ মাসে গড়িয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করলেন মোদি-পুতিন।

পুতিন মোদিকে বলেছেন, তিনি ইউক্রেনে সংঘাতের যতো তাড়াতাড়ি সম্ভব অবসান চান, যা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। সেইসঙ্গে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারটি বুঝেছেন। তবে ঠিক কবে এই যুদ্ধ থামবে তা স্পষ্ট করে বলেন নি পুতিন। 

রুশ প্রেসিডেন্ট মোদিকে আরও বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে আমি আপনার অবস্থান ও উদ্বেগ জানি। যতো তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধে আমরা আমাদের সর্বোচ্চটা করবো।

অন্যদিকে মোদি পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় নয় এবং আমি এই বিষয়ে আপনাকে ফোনে বলেছি। 

এ ছাড়া এই দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ভারত প্রকাশ্যে রাশিয়ার কোনও সমালোচনা করে নি। ‘উল্টো’ দেশটি থেকে তেল, কয়েল ও অন্যান্য পণ্য বেশি করে কিনেছে।