ইসরায়েলে পৌঁছেছেন ইইউ নেতারা
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেতসোলা শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলে পৌঁছেছেন।
উরসুলা টুইটারে লিখেছেন, তিনি ভয়ঙ্কর হামাস সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ইসরায়েলি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে ইসরায়েলে এসেছেন।
মেতসোলাও লিখেছেন, ইসরায়েলে প্রজন্মের পর প্রজন্ম ধরে সবচেয়ে খারাপ সন্ত্রাসী হামলার পর আমরা এখানে সংহতির বার্তা নিয়ে এসেছি। সন্ত্রাস জয়ী হবে না। আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাই তা গুরুত্বপূর্ণ। আমরা পারি, আমাদের অবশ্যই হামাসকে থামাতে হবে। মানবিক সঙ্কট নিরসনেও আমাদের কাজ করতে হবে।